নওগাঁর রাণীনগরে নির্বাচনী প্রচারণার নামে গভীর রাতে অন্যের ঘরে প্রবেশ করে অনৈতিক কাজের অভিযোগে জনতার রোসানলে স্বেচ্ছা সেবকলীগ নেতার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এলাকায় সমালোচনার ঝর। এঘটনায় সাংবাদিককে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হুমকি।
জানাগেছে, নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সহ- সভাপতি নারায়নপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ময়নুল ইসলাম (৩৫) প্রত্যন্ত অঞ্চলের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত(মহিলা) আসনে সম্ভাব্য প্রার্থীর ঘরে গত সোমবার গভীর রাতে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয় জনতা দেখতে পেয়ে হাতে নাতে আটকের এক পর্যায়ে স্থানীয় জনতার রোষানলে পরে স্বেচ্ছা সেবকলীগ নেতা ময়নুল ।
এ সময় খবর পেয়ে ময়নুল এর চাচাতো ভাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রাত অনুমান ১টা ৩০ মিনিটের সময় এলাকার লোকজনের সাথে মোবাইল ফোনে যোগযোগ করে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত ময়নুলের স্বীকারোক্তি মুলক বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) ভাইরাল করে দেয় স্থানীয় জনতা। অভিযুক্ত ময়নুল ইসলাম জানান, আমাকে তারা আটক করে পাশে থেকে যা বলতে বলেছে তাই বলেছি সেই ভিডিও তারা ভাইরাল করেছে। এ বিষয়ে একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই দিন আমি বাড়িতে ছিলাম না বিষয়টি আমার জানা নেই। তাছাড়া নিউজ করে তুই এলাকায় এসে দেখিস বলে সাংবাদিককে হুমকি দেন তিনি।
এস/আর