
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ আনায়ারুল ইসলাম জুম্মা। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবাযের হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্ট, রাজশাহী জেলা সমবায় দলের সদস্য সচিব মসলেম সরকার রুপোশসহ অন্যান্য নেতা-কর্মীরা।
উল্লেখ্য, মনোনয়নপত্র উত্তোলনের সময় কার্যালয়ের বাইরে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।