নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৫, পুঠিয়া-দূর্গাপুর থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে গেল মাহমুদা হাবিবা। মোট চারজন বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন দাখিল করলেও হ্যাভিওয়েট প্রার্থী এ্যাডভোকেট নাদিম মোস্তফা ঋণ খেলাপি এবং মামলার তথ্য গোপনের অভিযোগে জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের বাতিল করে দেন। এছাড়াও আরেক প্রার্থী আবু বকর সিদ্দিক বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর জাল করে মনোনয়নপ্রত্র
দাখিল করায় তার মনোনয়নও বাতিল হয়। এখন রয়েছেন মাহমুদা হাবিবা এবং আরেক জন হচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম। অত্র সংসদীয় আসনে এই দুই জনের মধ্যে চুড়ান্ত মনোনয়ন দৌড়ে হাবিবা এগিয়ে আছেন বলে পুঠিয়া-দূর্গাপুরবাসী ও একাধিক নেতৃবৃন্দ জানান। তারা বলেন, হাবিবা রাজিৈনতক পরিবারের সন্তান হওয়ায় রাজনীত সম্পর্কে ভাল জানেন। যুদি নাদিম মোস্তফা না হয় তাহলে হাবিবাকে মনোনয়ন দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান তারা।
খবর ২৪ ঘণ্টা/এমকে