নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মু. নুরুজ্জামান লিটন। তিনি প্রথম বারের মত এ আসনে মনোনয়ন পেয়েছেন। তার বাড়ি দুর্গাপুর উপজেলায়।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ভাবে রাজশাহী-৫ আসনে জামায়াতে ইসলামীর দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটনের নাম ঘোষণা করেন।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন এই তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়ন ঘোষণার পরে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভোটের পরিবেশ তৈরী হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আমীর ড. মো. কেরামত আলীসহ রাজশাহী জেলা ও মহানগর সুরা ও কর্ম পরিষদের সদস্য নেতারা উপস্থিত ছিলেন।
বিএ..