পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে জেলা কমিটির সভাপতি মোসাম্মৎ জহুরা শারমিন দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। তিনি আগামী নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, যুবদের কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এলডিপির প্রধান কর্নেল (অবঃ) অলি আহমেদ জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী-৫ আসনসহ সারাদেশে ৮৪ টি এমপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।
রাজশাহী-৫ আসনে এলডিপির মনোনীত প্রার্থী মোসাম্মৎ জহুরা শারমিন বলেন, জনগণের সেবা করার জন্য রাজনীতিতে আসা। পুঠিয়া ও দুর্গাপুরের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। আমি চাই এই অঞ্চলের যুবসমাজ ও নারীরা আত্মনির্ভর হোক, যুব সমাজ মাদকমুক্ত হোক। আর অস্থিরতা কাটিয়ে প্রতিটি পরিবারে সুখ ও স্বচ্ছলতা ফিরে আসুক।
এলডিপির কেন্দ্রীয় নেতারা জানান, দলীয়ভাবে জহুরা শারমিনকে একজন সাহসী, শিক্ষিত ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা বিশ্বাস করেন, তাঁর প্রার্থিতা এলাকায় একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন-রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এলডিপির এই নতুন মুখ নির্বাচনকে আরও প্রাণবন্ত করবে এবং নারী নেতৃত্বের উত্থানে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়া এলডিপি থেকে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মো: ওয়াহেদুজ্জামান ডাবলুকে। তিনি রাজশাহী মহানগর এলডিপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।