রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি আব্দুল ওয়াদুদ দারা কর্মসুচির অংশ হিসেবে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন।
এসময় তিনি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দোয়া চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখেন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, জেলা আওয়ামী লীগের স্বাস্থ ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি চিন্ময় কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ, সাবেক জেলা যুবলীগ নেতা বিদ্যুৎ,, বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হবিবর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কৃষকলীগের সাবেক সভাপতি রাজিবুল হক রাজীবসহ এলাকার আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএ…