1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী-৪ আসনের সাবেক এমপিসহ ৪ বিরুদ্ধে দুদকের মামলা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

রাজশাহী-৪ আসনের সাবেক এমপিসহ ৪ বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা করেন উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন।

আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার এমপি নির্বাচিত হন। এর আগে তিনি বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে এই পৌরসভারই ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

মামলায় সাবেক মেয়র ও সাবেক এমপি আবুল কালাম আজাদ ছাড়াও আসামি হয়েছেন রাজশাহীর নিউমার্কেট এলাকার ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের এবং উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক।

দুদক মামলার বিষয়টি নিশ্চিত করেছে। দুদক জানায়, পরিবেশ ও জলবায়ু তহবিলের ১৩ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প পেয়েছিল তাহেরপুর পৌরসভা। এ প্রকল্পে ৪ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ২৫ টাকায় ৪১৫ মিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ ছিল। দুদক অভিযোগ পায়, টেন্ডারে থাকা পরিধির চেয়ে কম বেড়িবাঁধ নির্মাণ করা হয়; কিন্তু বিল পুরো কাজেরই তোলা হয়।

দুদক অনুসন্ধানে জানায়, কাজ হয়েছে ৪০৫ মিটার কিন্তু ঠিকাদারকে পুরো ৪১৫ মিটারেরই বিল দেওয়া হয়েছে। ১০ মিটার কাজ না করলেও অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল পরিশোধ করা হয়েছে। এই টাকা আসামিরা পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

দুদক জানিয়েছে, মামলার কপি জেলা ও দায়রা জজ আদালতেও পাঠানো হয়েছে। দ্রুতই আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST