নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এ্যাড. শফিকুল হক মিলনের ধানের শীষ প্রতীকের সমর্থকদের বাড়ি ভাংচুর ও নির্বাচনী কার্যাললয় নৌকা প্রতীক কর্তৃক ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শেখ মকবুল হোসেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদেরের কাছে একটি লিখিত অভিযোগ দেন। রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগে জানানো হয়, গত ১৭ই ডিসেম্বর মোহনপুর থানার ধুরোইল ইউনিয়নে আনুমানিক ৮টার দিকে ধানের শীষ প্রথীকের সমর্থক নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর করা হয় ও নির্বাচনী অফিস তছনছ করা হয়। একই দিনে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুর হাট থেকে দেশীয় অস্ত্র, হাত বোমা, ধারালো অস্ত্রসহ আনুমানিক ৫০ থেকে ৬০ জন মোটরসাইকেল যোগে শীবপুর হতে মোহনপুর
থানার পাশ দিয়ে বাকশিমল গ্রাম হয়ে জাহানাবাদ ইউনিয়নে তসপাড়া, চান্দাপাড়া, জাহানাবাদের সমস্ত ধানের শীষের নির্বাচনী অফিস ভাংচুর ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের ব্যাপক মারধর করে। এরপর একই বাহিনী পাকুড়িয়া ধানের শীষের নির্বাচনী অফিসে বোমা নিক্ষেপ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। পরবর্তীতে কুঠিগ্রামের ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া গত রাত আনুমানিক ৩টার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে নৌকা সমর্থকরা। অভিযোগে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
খবর ২৪ ঘন্টা/এমআর