নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, হামলা ও ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। রোববার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগে জানানো হয়, নগরীর ৬ নং ওয়ার্ডে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটে কেন্দ্রে যেতে বাধা প্রদান, ভয়ভীতি দেখিয়ে পুলিশের উপস্থিতিতেই নৌকা প্রতীকের সমর্থকরা ত্রাস সৃষ্টি করেছে। ১ নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকের সমর্থকরা ও
পুলিশ বুথে বুথে ঢুকে হুমকি ধামকি দিচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের কেন্দ্রের আশেপাশে থেকে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে। ৩০ নং ওয়ার্ডের বি,সি,এস, আই ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ ও নৌকা প্রতীকের সমর্থক সন্ত্রাসীরা পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে এবং কেন্দ্র দখল নিয়ে জাল ভোট দিচ্ছে। ৯নং ওয়ার্ডের হোসেনীগঞ্জ প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরন ঘটায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও তার সমর্থকরা, আতঙ্ক সৃষ্টি করে কেন্দ্র দখলের চেষ্টা করেছে। নগরীর ২নং ওয়ার্ডের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের
শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু পরিদর্শন শেষে বের হওয়া মাত্রই কেন্দ্রে ককটেল হামলা করে নৌকা প্রতীকের সমর্থকরা এবং পুলিশের সহায়তায় নৌকা প্রতীকের সমর্থক সন্ত্রাসীরা হামলা করে পোলিং এজেন্টদের মারধর, কয়েকজনকে গ্রেফতার, সেন্টার থেকে বের করে দিয়ে জাল ভোট প্রদান শুরু করেছে এবং কেন্দ্রটি দখল নিয়েছে বলে আরো অভিযোগ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর