নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল শনিবার রাজশাহী মহানগর আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। নির্বাচনী ইশতেহার পড়ে শোনান ১৪ দলের সমন্বয়ক ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ইশতেহারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি
লিয়াকত আলী লিকু, নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন, নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নগর জাসদের সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু পরিষদের নেতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, আরিফুল হক কুমার প্রমূখ।
খবর ২৪ ঘন্টা/এমকে