নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী এবং দলের ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক চুড়ান্ত দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। সেই সাথে তার স্ত্রী আভা হক এরও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এতে নিয়ে রাজশাহী-১ আসনে বিএনপির চুড়ান্ত এমপি প্রার্থী রইলেন। রোববার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদেরের হাতে চুড়ান্ত মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য,
ব্যারিষ্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে ৩ বার নির্বাচন করে তিনবারই বিপুল ভোটে জয়লাভ করেন। এরমধ্যে একবার সংস্থাপন প্রতিমন্ত্রী ও জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে দেশের বাইরে থাকায় তার পরিবর্তে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তার ভাই সাবেক পুলিশের আইজিপি এনামুল হক। তিনি বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর কাছে প্রায় ১৭ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন। ২০১৩
সালে বিএনপি-জামায়াত জোট নির্বাচনে অংশগ্রহণ না করায় তিনি নির্বাচনে অংশ নেননি। একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিলে তথ্য গোপনের দায়ে তার মনোনয়ন বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন ফেরত পান তিনি।
খবর ২৪ ঘণ্টা/এমকে