1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী হবে প্রাণবন্ত শহর : মেয়র লিটন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

রাজশাহী হবে প্রাণবন্ত শহর : মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৩ সেপটেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আগামীতে রাজশাহী হবে প্রাণবন্ত শহর, খেলাধূলার শহর, সংস্কৃতি চর্চার শহর। বিগতসময়ে আমি মেয়র থাকাকালে খেলাধূলার ও সংস্কৃতি চর্চার উপর জোর দিয়েছিলাম। খেলার স্টেডিয়াম ও মাঠ সংষ্কার করে উন্নত করেছিলাম। কিন্ত গত ৫ বছরে সব ম্লান হয়ে গেছে। আমি দায়িত্ব নেওয়ার পর আবারো খেলাধূলা হবে, সংস্কৃতি চর্চা হবে, ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য গোল্ডকাপ খেলা হবে।’ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা মুক্তিয্দ্ধু স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনূর্ধ্ব-১৭) সিটি কর্পোরেশন পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী

জেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে মহানগরীর চার থানার চারটি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশে ফুটবলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ছেলে ও মেয়েরা উভয়ই ফুটবল খেলায় এগিয়ে যাচ্ছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও আমাদের ছেলে-মেয়েরা আরো ভালো করবে আশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নজরুল ইসলাম প্রমুখ।প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার বিকেল চারটায় টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST