নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে আটক ৫ বাংলাদেশীকে আটক করে ভারতের থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও বিকেলে অনুষ্ঠিত হওয়া পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে আটক বাংলাদেশীদের ভারতের থানায় পাঠানোর কথা জানিয়ে দুঃখ প্রকাশ করে। শনিবার বিকেল ৫ টার দিকে নিরমলচর ক্যাম্পের বিএসএফ সদস্যদের সাথে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটক ৫ জন হলেন, রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। তাঁদের সবার বাড়ি রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৫টায় নিরমলচর ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে ৩৫ মিনিট বৈঠক হয়। এই বৈঠকে বিএসএফ স্বীকার করে যে ভারতীয় সীমান্ত এলাকায় গরু চুরির উদ্দেশে ঢুকে পড়ায় তাঁরা ৫ বাংলাদেশীকে আটক করেছে। বিজিবির পক্ষ থেকে গুগল মানচিত্র দেখিয়ে প্রমাণ দেওয়া হয় যে ওই ৫ বাংলাদেশীকে বাংলাদেশের ভেতর থেকে আটক করা হয়েছে। তখন তাঁরা বলেছেন, গুগল মানচিত্রে
বিষয়টি বোঝা যাচ্ছে না। তারপরও যদি বাংলাদেশ থেকে তাঁদের আটক করা হয়, তার জন্য তাঁরা দুঃখিত। বাংলাদেশের সীমান্ত থেকে কাউকে আটক করা হলে বিএসএফ দুই দেশের চুক্তি অনুযায়ী বিজিবিকে অবহিত করবে অথবা তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেন বিজিবিকে জানানো হয়নি এ বিষয়ে জানতে চাইলেও তারা শুধু দুঃখ প্রকাশ করেন।
আর/এস