রাজশাহীর দামকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
নিহত যুবক মিঠুন (২৫) বাড়ি দামকুড়া থানাধীন চর মাজারদিয়াড় এলাকায়। সে ওই এলাকার মুন্জুর আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানায়, বুধবার সকালে দামকুড়া থানাধীন চর-মাজারদিয়াড় হারুর বাগান এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেন। খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ । তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বিএসএফের গুলিতে যুবক মিঠুন নিহত হয়েছেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুজ্জামান। তিনি বলেন, মিঠুন নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়না তদন্তের জন্য রামেকে লাশ প্রেরন করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বিএসএফের গুলিতে মিঠুন নিহত হয়েছে।
বিএ/