নিজস্ব প্রতিবেদক: ঈদে বাড়ি ফেরার পথে রাজশাহীতে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ফারদিন আশারিয়া রাব্বি। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে। মঙ্গলবার ভোরে মহানগরীর হেতেমখাঁ ও বর্ণালীর মোড় এলাকার মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, ঈদের ছুটিতে ভোরে গ্রামের বাড়ি দিনাজপুরে যাওয়ার জন্য কলেজছাত্র রাব্বি ট্রেন ধরতে রেলস্টেশনে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর সেখানে মরদেহ ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তার ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পাওয়া গেছে।
নিহতের মরদেহ উদ্ধারের সময় তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ সময় রাব্বির মাথার ওপরে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন পাওয়া গেছে। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।
রাব্বীর সহপাঠীরা জানান, ভোরে ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় বোনের সঙ্গে কথা হয়েছিল তার। বোনের সঙ্গে কথা বলার পর পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক করা হয়নি। তবে অভিযান চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা, জেএন