নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সরকারী সিটি কলেজের নিলুফার পারভিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার রাত ৮টায় ইন্তেকাল করেন তিনি। নিলুফার পারভিন সিটি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ৭ম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকতায় যোগদান করেন তিনি। আগামীকাল রোববার বেলা ১১টায় টিকাপাড়া গোরস্থান মাঠে মরহুমার জানাজার নামায অনুষ্ঠিত হবে। অধ্যাপক নিলুফার পারভিনের মৃত্যুতে শোক
প্রকাশ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ ছাড়াও তিনি রাজশাহী কলেজের সকল শিক্ষক ও কর্মকর্তাদের মরহুমার জানাজার নামাযে অংশগ্রহণ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
আর/এস