নিজস্ব প্রতিবেদক :
২০১৯-২০ অর্থ বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার ২৭৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে রাসিকের সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতে এ বাজেট ঘোষণা করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ড্রেনেজ ব্যবস্থাসহ বাজেটে রাসিকের বিভিন্ন উন্নয়ন কাজের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রাসিক মেয়র বলেন, হাতে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রাজশাহী মহানগরী বদলে যাবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তা-ঘাটের উন্নয়নের ব্যাপক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাজেট পেশ অনুষ্ঠানে রাসিকের কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস