নিজস্ব প্রতিবেদক :
কারচুপির অভিযোগ এনে রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট প্রত্যাখান করে পুনরায় ভোট দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগর বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।মেয়র প্রার্থী বুলবুল অভিযোগ করে আরো বলেন, গণতন্ত্র বিপন্ন হয়েছে। ১৯৬৯ সালের গণ অভ্যুথানের পরে মানুষ ইয়াহিয়া খানকে দেখেছে তারপরে ৩০ জুলাইয়ের নির্বাচনে বিপন্ন গণতন্ত্র দেখলো। এ ছাড়াও তিনি রাসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তার প্রত্যাহার দাবি করছি। এবার প্রিজাইডিং অফিসার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোট ডাকাতি করা হয়েছে। ভাল নির্বাচনের জন্য তত্বাবধায়ক সরকরা প্রয়োজন। সন্ত্রাসীদের কাছে মানুষ অসহায় হয়ে পড়েছে। তাই তামাশা, ষড়যন্ত্র ও ধোঁকা দেওয়ার নির্বাচন প্রত্যাখান করছে বিএনপি। এই বিপন্ন গণতন্ত্রের কারণে ভোট দেয়নি। এই সংবাদ সম্মেলন থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্বাবধায়ক সরকার ও নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।
সম্মেলনে উপস্থিত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থীর আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে সব থেকে এটি খারাপ নির্বাচন। বিশেষ অঞ্চলের পুলিশ ও নির্বাচন কমিশনারের সহায়তায় এ নির্বাচন হয়েছে। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত রাজশাহী। এটা নির্বাচন নয়, নির্বাচনের নামে প্রহসন। নির্বাচন উপলক্ষে ব্যাপক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০০৪ সালে আমি মেয়র থাকাকালে রাজশাহী সিটিকে বিশ্ব্রে সব থেকে শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম।
১৩৮ টি কেন্দ্রের মধ্যে ৮৬ টি কেন্দ্রে ভোট ডাকাতি করা হয়েছে। সোমবার দুপুর ২টার পর তারা ভোটারদের বের করে দিয়ে ভোট ডাকাতি করেছে। রাতেও ভোট ডাকাতি করা হয়েছে। তাই এই নির্বাচন প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি জানানো হচ্ছে। আগামীকাল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হবে বলে আরো জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা, বর্তমান জেলা বিএনপির সভাপতি এ্যাড তোফাজ্জল হোসেন তপু, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতাকর্মীরা।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।