নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শিক্ষাবোর্ডে চলতি বছরে অনুষ্ঠিত হওয়া এসএসসির ইংরেজী ২য় পত্রে নকলের অভিযোগে তিন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে বগুড়ার সোনাতলা কেন্দ্রে ১ জন, পাবনার আটঘরিয়া কেন্দ্রে ১ জন ও সুজানগর কেন্দ্রে ১ জন মিলে মোট তিনজন পরীক্ষার্থী বহিস্কার
হয়। ইংরেজী ২য় পত্র পরীক্ষায় রাজশাহী বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৮৬ হাজার ১৮৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৮৫ হাজার ৪৫৯ শিক্ষার্থী। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক বলেন, নকলের অভিযোগে তিন এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস