নিজস্ব প্রতিবেদক :
অবশেষে রাজশাহী শিক্ষা বোর্ডের বহুল আলোচিত ও সমালোচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অপসারণ করাহয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে রাজশাহী সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহা. মোকবুল হোসেনকে। আবুল কালাম আজাকে বোর্ড থেকে তাকে বদলি করে শিক্ষা অধিপ্তরে দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ওএসডি করে রাখা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা অধিপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা
বোর্ডের একাধিক কর্মকর্তা-কর্মচারী। উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রায় ৯ বছর ধরে শিক্ষকতা ছেড়ে শিক্ষা বোর্ডের সচিব ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তার বিরুদ্ধে নানান অভিযোগ ছিলো। এ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
এস/আর