1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী রেশম কারখানা ও গবেষণাগার পরিদর্শনে রাসিক মেয়র - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জানয়ারী ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

রাজশাহী রেশম কারখানা ও গবেষণাগার পরিদর্শনে রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ফেব্ুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী রেশম কারখানা এবং গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিদর্শন করেন এবং সার্বিক অবস্থার খোঁজখবর নেন। জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় প্রথমে রাজশাহী রেশম কারখানা পরির্দশনে যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় কারখানা ভেতরে উৎপাদন প্রক্রিয়াসহ সব কিছু ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনকালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু. আব্দুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রেশম কারখানা পরিদর্শন শেষে মেয়র লিটন রেশম গবেষণাগার ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনে যান। এ সময় গবেষণাগারের সার্বিক বিষয় দেখেন। এ সময় রেশম উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা

বিভিন্ন সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরেন। মেয়র এ বিষয়ে প্রদক্ষেপ গ্রহণে তাদের আশ^াস করেন। পরির্দশনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মোহা. মুনসুর আলী, সম্প্রসারণ ও প্রেষণা সদস্য আব্দুল মান্নান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রেশম কারখানা ভালোমতো চালু এবং এ শিল্পে উন্নয়নের জন্য যা যা করা দরকার, শিগগিরই সেসব পদক্ষেপ গ্রহণ করবো। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। রেশম শিল্পের রাজশাহীর ঐতিহ্য ভালোমতো ফিরিয়ে আনা হবে।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST