নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির দায়ে তিনজনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কালোবাজারে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির সময় তাদের ধরেন র্যাব-৫ এর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন।
জেল জরিমানাপ্রাপ্তরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার নাজমা খাতুন ও মো. রেজা এবং বিহারি কলোনি ডাবতলার হাজেরা বেগম। এদের মধ্যে নাজমাকে দুই মাসের বিানাশ্রম জেল দেওয়া হয়েছে। আর হাজেরাকে ৫০০ এবং রেজাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান, ট্রেনের ১৬টি অগ্রিম টিকিটসহ এই তিন কালোবাজারিকে আটক করা হয়। গত শনিবার থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঈদের পরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। সেদিন থেকে প্রায় প্রতিদিনই স্টেশনে টিকিট কালোবাজারি ধরা পড়ছে। তাদের জেল ও জরিমানা দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে