রাজশাহী রেলস্টেশনে এক যুবকের ঘুসিতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে তিনজন যুবক ধুমপান করছিলেন। এ সময় আনসার সদস্য মাইনুল ধুমপান করতে নিষেধ করায় তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে একজন ওই আনসার সদস্যের বুকে ঘুসি মারে। এতে পড়ে গিয়ে মাইনুলের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
বিএ…