নিজস্ব প্রতিবেদক : রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিশারুল আরির্ফ) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম ও রাজশাহীসহ রেঞ্জাধীন জেলা/ইউনিটসমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভার শুরুতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পক্ষ থেকে ডিআইজি, রাজশাহী রেঞ্জ কর্তৃক সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নিশারুল আরিফ ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত টি এম মোজাহিদুল ইসলাকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তকারী ৪ জন অফিসারকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ “সনদপত্র” প্রদান করা হয়। মাদক বিরোধী চলমান বিশেষ অভিযান জোরদার করতে থানার অফিসার ইনচার্জ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য তেও পুলিশ সুপারগণকে দিকনির্দেশনা দেয়া হয়। পুলিশ সুপারগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।