1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী রেঞ্জে ই-ট্রাফিক ফাইন পেমেন্ট সিস্টেমের যাত্রা শুরু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী রেঞ্জে ই-ট্রাফিক ফাইন পেমেন্ট সিস্টেমের যাত্রা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলার স্বাধীনতা চত্বরে ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেমের বাস্তবায়নের সূচনা করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। আজ সোমবার দুপুর ১টার দিকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে রাজশাহী রেঞ্জের ৮টি জেলায়ই ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেমের যাত্রা শুরু হলো।
ডিআইজি মহোদয় বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। ইউক্যাশ এ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা

পরিশোধ করতে পারবেন অথবা ইউক্যাশ এজেন্টের কাছে গিয়েও পরিশোধ করতে পারবেন। ট্রাফিক প্রসিকিউশন ফাইন ডিজিটালাইজড্ করার মাধ্যমে চালকের ভোগান্তি শূন্যের কোটায় নেমে আসবে বলে তিনি সুদৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, নাটোরসহ নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ সুধীজন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team