বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।
সোমবার (১৮ ডিসেম্বর ) দুপুরে রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো.আনিছুর রহমান(বিপিএম,পিপিএম বার)।
চারঘাট উপজেলায় মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কাজ করি। এছাড়া আমি সবসময় মাদকের বিরুদ্ধে। রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হওয়ার পুরস্কার পাওয়ায় আরও ভালো কাজের প্রেরণা জোগাবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো.সাইফুল ইসলাম (পিপিএম) ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০২৩ সালের ২৪ আগস্ট এএসএম সিদ্দিকুর রহমান চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন।
বিএ/