নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ ও ১৮ জানুয়ারী রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, প্রধান শিক্ষিকা ও পুনর্মিলনী আহবায়ক কমিটির সভাপতি মনোয়ারা পারভিন। এ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫০০ জন অংশগ্রহণ করবে। ১৭ জানুয়ারী সকাল ৯টায় পুনর্মিলনী উদ্বোধন করবেন, রাজশাহী জেলা প্রশাসক
হামিদুল হক। প্রধান অতিথি থাকবেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিশেষ অতিথি থাকবেন, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন। সংবাদ সম্মেলনে পুনর্মিলনী কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস