নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রাইফেল ক্লাবের ৫০মিটার শ্যুটিং রেঞ্জ ও সুশোভিত অফিস রুম গতকাল শনিবার বিকেলে উদ্বোধন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন রাইফেল ক্লাবের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্যুটিং ফেডারেশন কাউন্সিলের সাধারণ সম্পাদক ডাবলু
সরকার, ডেপুটি পুলিশ কমিশনার সদর তানভীর হায়দার চৌধুরী, ডেপুটি কমিশনার ডিবি আবু আহম্মেদ আল মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম, ক্লাব পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ জিয়া, ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদাসহ অন্যান্য কর্মকর্তা, পুলিশের অন্যান্য সদস্য এবং শ্যুটার এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ক্লাব ভবনে ক্লাবের সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্ধোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।