1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে উচ্ছ্বাস ও ক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

রাজশাহী যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে উচ্ছ্বাস ও ক্ষোভ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত রাজশাহী মহানগর ও জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি নিয়ে উচ্ছ্বাস ও ক্ষোভ প্রকাশ চলছে। কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা পালন করছেন একের পর এক কর্মসূচি। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা মনে করেন মহানগর ও জেলা বিএনপির তিন-চারজন নেতার হস্তক্ষেপে এই ক্ষোভ ও অসন্তোষ দূর করা সম্ভব।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে গত ২৯ অক্টোবর মহানগর যুবদলের তিন সদস্যবিশিষ্ট ও জেলা যুবদলের দুই সদস্যের কমিটি অনুমোদন করেন।

এতে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদের বকুলকে। এ ছাড়া শফিফুল ইসলাম জনিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রফিকুল ইসলাম রবিকে সদস্যসচিব করা হয়েছে। রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি মাসুদুর রহমান সজনকে।

আর সদস্যসচিব করা হয়েছে রেজাউল করিম টুটুলকে। এই দুই কমিটিকে ১৫ দিনের মধ্যে বাকি সদস্যদের নামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ দিকে মহানগর ও জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে অনেক নেতাকর্মী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অপর দিকে পদবঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে অযোগ্য কমিটি গঠন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটি বাতিলের দাবিতে তারা অব্যাহতভাবে পালন করছেন কর্মসূচি। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির একাধিক নেতা বলেন, মহানগর শাখার আহ্বায়ক আবদুল কাদের বকুলকে আমরা নেতা হিসেবে মানতে পারছিন।

জেলা যুবদলের আহ্বায়ক কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনটির পদবঞ্চিত ও একাংশের নেতাকর্মীরা। সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত বলেন, যাকে আহ্বায়ক করা হয়েছে তাকে রাজনীতির মাঠে কখনো দেখিনি। তাকে আহ্বায়ক করায় নেতাকর্মীরা হতাশ। তিনি আওয়ামী লীগপন্থী এক ব্যবসায়ী নেতার জামাই।
এ প্রসঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতারা সংগঠন পরিচালনায় যাদের যোগ্য ও ভালো মনে করেছেন তাদের দায়িত্ব দিয়েছেন। নেতৃত্ব নির্বাচনের বিষয়টি তারাই ভালো বুঝবেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।

জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন বলেন, বড় সংগঠনে নেতৃত্বে যাওয়ার জন্য প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কমিটি হয়েছে।
মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল কাদের বকুল বলেন, পদবঞ্চিত হয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। নানা অভিযোগ করছেন। সব ঠিক হয়ে যাবে। সমন্বয় করেই কমিটি হবে।

জেএন

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST