1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৩:৫ পূর্বাহ্ন

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, টিফিন ক্যারিয়ার প্রতীকে সাধারণ সম্পাদক পদ প্রার্থী সাইরুল ইসলাম, নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার কালামের ছেলে কচি, বাদশা (৪৫), নগরীর ছোট বনগ্রাম এলাকারর নুর ইসলামের ছেলে মানিক, রায়পাড়া এলাকার আলিমের ছেলে নাদিম, নগরীর রাজপাড়া থানার কাজিহাটা এলাকার আব্দুর রহমান এবং নগরীর তালাইমারী এলাকার আসলামের ছেলে স্বপন (৩০)।

শুক্রবার বিকেল ৪টার দিকে পাঠানপাড়া এলাকায় ভোট চলাকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাটিচার্জ করে। পরে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে নগরীর পাঠানপাড়ায় নাইস কনভেনশন সেন্টারে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

চললেও বিকেল ৪টার কিছু আগে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়ানো কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদের প্রার্থী মাহাতাব হোসেন চৌধুরী ও মমিনুল ইসলাম মমিনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ বিষয়ের জের ধরে ভোট কেন্দ্রের বাইরে ও ভেতরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ একপর্যায়ে কেন্দ্রের বাহিরে প্রার্থীদের বুথ ভাংচুরের ঘটনা ঘটে। লাঠি সোটা নিয়ে উভয়

প্রার্থীর সমর্থকরা পাল্টাপাল্টি হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে উভয়পক্ষে ছত্রভঙ্গ করে দেয়। উভয়পক্ষের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে দুই পক্ষের প্রায় ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ২১ পদে ৯০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন লড়ছেন। সভাপতি পদে সিলিং ফ্যান প্রতীকে কামাল হোসেন রবি, ফুটবল প্রতীকে রজব আলী, রফিকুল ইসলাম রফিক ঘোড়া ও জাহাঙ্গীর আলী লড়ছেন দোয়াত কলম প্রতীকে। সাধারণ সম্পাদক পদে স্টিমার প্রতীকে লড়ছেন মাহাতাব হোসেন চৌধুরী, মো. মমিনুল ইসলাম মমিন ট্রাক্টর প্রতীকে এবং সাইরুল ইসলাম টিফিন ক্যারিয়ার

প্রতীকে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিলো। ভোটগ্রহণ সুষ্ঠ করতে সেখানে পুলিশ মোতায়েন ছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। মাহতাব ও মমিনুলের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়। আহত ৭ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারো পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST