নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোগাম এটুআই এর সহযোগিতায় রাজশাহী মেডিকেল বিশ্বিবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইনোভেশন হাবের যাত্রা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবীব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ার হাবীব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রামেবির ভোকালপার্সন ডা. জাওয়াদুল হক।
আরো উপস্থিত ছিলেন, এটুআই’র ল্যাব প্রতিনিধি লুৎফর রহমান, জান্নাতুন নাইম বন্যা, জাহিদুল ইসলাম, ইপসিতা হোমায়রা।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, এটুআই’র ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল। রাজশাহীতে অবস্থিত ৪টি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চিকিৎসা বিজ্ঞান বিষয়ে আলোচনা হয়।
হাব মেডিকেল সায়েন্স সম্পর্কিত সমস্যার চিহ্নিতকরণ ও সমাধানের উপায় বের করে। ইনোভেশন হাবের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে আরো জানানো হয়, চিকিৎসকের সহকারী হিসেবে রোবট ব্যবহৃত হবে। আগামী সপ্তাহে পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হবে। এ রোবটে চিকিৎসকের প্রয়োজনীয় সবকিছু থাকবে। হাব ইনোভেশন রাজশাহীতেই প্রথম চালু হলো।
উদ্বোধনী বক্তব্যে রামেবির ভিসি বলেন, ইনোভেশন হাবকে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মেডিকেল চিকিৎসায় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য আহবান জানান তিনি।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।