নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজে আরো পাঁচটি বিভাগ চালু হতে যাচ্ছে। এসব বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মঞ্জুরিপত্র অনুযায়ী নতুন পাঁচটি বিভাগ হলো, ক্যাজুয়ালটি, অ্যান্ডোক্রাইন সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি বিভাগ। প্রত্যেকটি বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। নিয়োগকৃতদের অবশ্যই বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত হতে হবে।
মঞ্জুরিপত্র অনুযায়ী দেশের ১৪টি বিদ্যমান ও নতুন মেডিকেল কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩১টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজের নতুন পাঁচটি বিভাগের ১০টি পদও আছে। প্রতিটি বিভাগের সহযোগী অধ্যাপকের বেতন হবে গ্রেড-৪ স্কেলে ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। আর সহকারী অধ্যাপকের বেতন হবে গ্রেড-৬ স্কেলে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওসাদ আলী বলেন, নতুন বিভাগ চালু হলে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে আরো একধাপ এগিয়ে যাবে। নতুন পাঁচটি বিভাগের অনুমোদন পাওয়া গেছে। তাড়াতাড়ি চালু করার উদ্যোগ নেওয়া হবে।
খবর ২৪ ঘন্টা/আর