নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আরএমপি পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আরএমপির পুলিশ কমিশনার হুমায়ুন কবির বিপিএম, পিপিএম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিআইডি’র প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম,
পিপিএম, রাজশাহী রেঞ্জ ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার) সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাবেশের প্রথমে মনোরম প্যারেড প্রদর্শন করেন আরএমপির প্যারেড দল। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ-২০২০ এর উদ্বোধন করেন, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আর/এস