নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৫ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। আরএমপি কমিশনার হুমায়ন কবির স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। বদবদলকৃত ওসিরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমানুল্লাহ আমানকে এপিবিএনে বদলি ও তার স্থলে বোয়ালিয়া থানায় কাটাখালি থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাটাখালি থানার ওসি করা হয়েছে জিল্লুর রহমানকে। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমানকে মতিহার থানার ওসি করা হয়েছে এবং মতিহার
থানার ওসি শাহাদত হোসেন খানকে রাজপাড়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। দামকুড়া থানার ওসি করা হয়েছে বেতারের মাজহারুল ইসলামকে। এরপর থেকে থানার আব্দুল লতিফ শাহ ওনি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, আরএমপির কমিশনার স্যার রোববার ওসি পদে রদবদলের এ আদেশ দিয়েছেন।
আর/এস