নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহিলা কলেজে ফ্রি ব্লাড গ্রপিং স্কলারশিপ ফেয়ার অনুষ্টিত হয়েছে। রোববার সকালে ইউনিভার্সাল এডুকেশন এন্ড ইমিগ্রেশনের আয়োজনে এ আয়োজন করা হয়। রাজশাহীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য গিয়ে কিভাবে নিজেদের ভবিষ্যৎ উজ্জল করতে পারে সে বিষয়ে ধারণা এবং কলা কৌশল জানাতে তাদের এ উদ্যোগ বলে জানানো হয় প্রতিষ্টানটির পক্ষ থেকে।
ইউনিভার্সাল এডুকেশন এন্ড ইমিগ্রেশন প্রোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক এম এ আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কনসালটেনন্ট আনিকা জান্নাত, সামিরা সারা এবং রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট (ব্লাড ব্যাংক) এর আমিনুল ইসলাম।
তিনি বলেন, এইচএসসি পার করে ব্যাচেলর ডিগ্রির জন্য, মাস্টার্সের জন্য এবং পিএইচডি করার জন্য শিক্ষার্থীরা যেতে পারবে। এটার জন্য প্রথমে আমাদের কাছে আবেদন করতে হবে। এরপর তা আমরা সঠিক ভাবে দেখে বাছাই করে কর্তৃপক্ষের কাছে পাঠালে তারা এটা অনুমোদন দিবেন। তারপরও আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে দিই কোন বিষয়ে তার কত নম্বর আছে কোন বিষয় পেতে পারে তা যাচাই করি। ফাইনাল অনুমোদনটা আসার পরে শিক্ষা মন্ত্রনালয় থেকে স্বাক্ষর হলে পরে ভিসার জন্য আবেদন করতে হয়। এরপর তারা গন্তব্যের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে।
তিনি আরও বলেন, আজ থেকে এ ফেয়ার শুরু হয়েছে। মোটামুটি ৪০০ জন শিক্ষার্থী আবেদন করেছে। আমরা পরবর্তীতে রাজশাহীর সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ মেলার আয়োজন করবো।
খবর২৪ঘণ্টা/এমকে