নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা । উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সন বেগম
খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সহ বিএনপি যুবদল-ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
আর/এস