নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের ৬ জন ডেপুটি পুলিশ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। এরমধ্যে চারজন ডিসি ছিলেন চরম বিতর্কিত। আর দুজন ছিলেন বছরের পর বছর ধরে আরএমপিতে।
বুধবার (১ জানুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এসংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলি আদেশ প্রাপ্তরা হলেন, বিভূতিভূষণ বানার্জিকে বরিশাল ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, অনির্বাণ চাকমাকে টুরিস্ট পুলিশে, মধুসূদন রায়কে এপিবিএন, মীর সাফিন মাহমুদকে এপিবিএন, একেএম আরিফুল ইসলামকে নৌ পুলিশ এবং জাহিদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়। এই ছয় ডিসির মধ্যে বিভূতিভূষণ এবং অনির্বাণ বছরের পর বছর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তারা নানা কারণে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে এই দুই কর্মকর্তা সহ অনেকের বিরুদ্ধেই চরম অভিযোগ থাকলেও, বিগত চার মাস রাজনৈতিক ছত্র ছায়ায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন তারা। তাদের নির্দেশে ৫ আগস্ট এর ঘটনায় জড়িত অনেক অভিযুক্তকে মামলায় নাম নাথাকার অযুহাতে গ্রেফতার করা হয়নি।
বিতর্কিত এসব ডিসিরা আরএমপিতে দীর্ঘদিন অবস্থান করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তাদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, মোটরযান থেকে তোলা আদায়, রাজনৈতিক নেতাকর্মীদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় সহ গুরুতর অভিযোগ রয়েছে।
বিএ..