নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয়
সদস্য সচিব আব্দুর রশিদ সরকার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান সেন্টু, বিভাগীয় সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নহ, বিভাগীয় সাংগঠনিক কমিটির সরদার শাহজাহান, বিভাগীয় সাংগঠনিক কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. তোফাজ্জল হোসেন, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য নুরুল ইসলাম তালুকদার। সভা পরিচালনা করেন, নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম। সভায় নগর জাতীয় পার্টির ৩০ টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও থানার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস