নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ করোনা আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার রামেক ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি গত কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে আক্রান্ত ছিলেন। এরপর গত ৩০ জুন তার নমুনা সংগ্রহ করেন রাসিক স্বাস্থ্যকর্মীরা। শেষে আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করোনা ধরা পড়ে। এর আগে লকডাউনের সময় রকি কুমার
রাজশাহী মহানগরজুড়ে ব্যক্তিগত উদ্যোগে এবং রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে অন্তত ৩০ হাজার মানুষকে সহযোগিতা করেন। ছাত্রলীগের একজন নেতা হিসেবে তার এমন উদ্যোগ নগরজুড়ে প্রসংশিত হয়। এদিকে ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তিনি নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এমকে