নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার কে পুনরায় সম্পাদক পদে ঘোষণা দেওয়া হয়েছে। রোববার দুপুরে আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি থেকে সভাপতি সম্পাদকের নাম ঘোষণা দেন। এর আগে রোববার বেলা সোয়া এগারোটার দিকে দলীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রথমেই সভাপতির বক্তব্য রাখেন, রাসিক মেয়র ও নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ মাহমুদ স্বপন, আ’লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, এনামুল হক এমপি, আয়েন উদ্দিন এমপি, ডা. মনসুর রহমান রহমান এমপি, আদিবা আনজুম মিতা এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমকে
এমকে