1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মহানগরীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মারচ, ২০২৩

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নিতে আসা ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করে করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো: বাগেরহাট জেলার চিতলমারী থানার কুড়ালতলা গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার কমিশনার গলি নবপল্লীর মৃত সাহেব আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩৫) ও ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর দুয়ারীপাড়ার মৃত নাসিরুদ্দীন মন্ডলের ছেলে মোঃ মনোয়ার হোসেন (৬০)।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।

তিনি জানান, রবিবার (৫ ফেব্রুয়ারী) মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার মাসুদ আলী নামের এক ব্যক্তি জমি-জমা সংক্রান্ত কাজে ঢাকায় যান । তিনি সোমবার ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২টায় তার ছেলেকে মোবাইলে ফোনে জানান, এক ব্যক্তিকে আলমারীর চাবি-সহ পাঠাচ্ছি, তাকে যেন চেক বইটা দিয়ে দেয়। তার ছেলে মিনহাজের কারণ জানতে চাইলে কোন কথা না বলে মোবাইল ফোন রেখে দেন। মাসুদের ছেলের কাছে বিষয়টি সন্দেহ হয় এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান।
পরে রাত আড়াইটায় ৩ জন ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে মাসুদের বাড়ির সামনে এসে তার ছেলের মোবাইল ফোনে জানায় তারা চেক বহি নিতে এসেছে। তখন মাসুদের ছেলে মিনহাজ আলী বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশকে সংবাদ দেন।

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নির্দেশে থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক সাগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান, জাহিদ হাসান ও মনোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানা পুলিশ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST