1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিগত তিন দিনে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা গেছে। এইনিয়ে শান্তির শহরের বাসিন্দাদের মনে বিরাজ করছে ব্যাপক উৎকণ্ঠা। সন্ধ্যার পর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বিগত কয়েকটি লোমহর্ষক ঘটনায় রাজশাহী মহানগরীর বাতাসে ভয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ জনগণ সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পাচ্ছেন। গেল ৩ দিনের আইনশৃঙ্খলা অবনতির জন্য সন্ধ্যার পর নগরীর ব্যস্ততম এলাকা গুলোও নিষ্প্রাণ হয়ে গেছে। বিগত এক বছরে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চোখে পড়ার মতো হয়েছে। ছিনতাই,খুন, সন্ত্রাস প্রবণতা আগের চেয়ে অনেক হারে বেড়েছে।

ছিনতাই আতঙ্কের মধ্যেই গত রোববার রাজশাহী মহানগরীতে মাত্র কয়েকঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দু’জন চিকিসক নিহত হওয়ার ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত চিকিৎসকদের একজন হলেন পল্লি চিকিৎসক এরশাদ আলী দুলাল। চিকিৎসক দুলাল আরএমপির চন্দ্রিমা থানার পারিলা ইউনিয়নের কৃষ্টগঞ্জ বাজারে রুগী দেখছিলেন। সিসিটিভি ফুটেযে দেখা যায় রাত ৭টার দিকে একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত তার চেম্বারে প্রবেশ করে চিকিৎসক দুলাল কে রড দিয়ে পেটাতে পেটাতে হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়।

এসময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে রাত ৮টার দিকে আরএমপির শাহ-মুখদুম থানার সিটি হাট এলাকার একটি নির্জন সড়ক থেকে চিকিৎসক দুলাল এর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
রোববার রাতেই মহানগরের আরও একজন চিকিৎসক কে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে ১২টার দিকে মহানগরীর প্রাণকেন্দ্র বর্ণালীর মোড়ের কোরাইশী অ্যালুমিনিয়ামের সামনে মোটরসাইকেলের গতিরোধ করে কাজেম আলীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায় দুর্বৃত্তরা। চিকিৎসক কাজেম পপুলার ডায়াগনস্টিক সেন্টার লক্ষীপুর থেকে রুগী দেখে ফেরার পথে একদল মুখোশধারী সশস্ত্র যুবক হাইয়েস মাইক্রোবাসে এসে তার গতিরোধ করে হামলা করে বলে জানা যায়। চিকিৎসক কাজেম কে পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এদিকে গতকাল (সোমবার) রাত ৭টার দিকে নগরীর ভদ্রার মোড় এলাকায় একজন কলেজ ছাত্র দুষ্কৃতিকারীর হাতে ছুরিকাঘাতে জখম হয়। একই দিনে রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক রাজু কে ছুরিকাঘাতে আহত করেন একদল দুর্বৃত্ত। নগরীর লক্ষীপুর ঝাউতলা মোড়ে আমানা ক্লিনিকের সামনে তার উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে উপস্থিত চিকিৎসকরা তাকে ৪ং ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। পরপর ঘটে যাওয়া এমন ঘটনায় রাজশাহী মহানগরীর বাসিন্দারা উদ্বিগ্ন,ও ক্ষুব্ধ।

তারা তাদের এই ক্ষোভ ও উদ্বিগ্নতা প্রাকশের জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নগরীর বাসিন্দা ও সুশীল সমাজকে সোশ্যাল মিডিয়া তে বিক্ষুব্ধ স্ট্যাটাস ও পোস্ট দিতে দেখা যাচ্ছে। মহানগরের বাসিন্দারা রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি,ক্রমশ বৃদ্ধি পাওয়া ছিনতাই প্রবণতা, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন রাজশাহী মহানগরী দিনদিন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।

নগরীর প্রানকেন্দ্রে এইভাবে একজন নামকরা ডাক্তার খুনের ঘটনায় সবাই চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও অনেকে মন্তব্য করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতা নিয়েও অনেকে প্রশ্ন করেন। নগরবাসী আগের মতো একটি শান্তিপূর্ণ শহর চান। সবার একটাই দাবি দুর্বৃত্তকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। মহানগরীর হারানো সুনাম ফিরিয়ে আনতে হবে। নিশ্চিত করতে হবে সকলের জানমালের নিরাপত্তা।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST