নিজস্ব প্রতিবেদক :
গত তিন বছরের তুলনায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ উভয় বেড়েছে। ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৬৬ দশমিক ৫১ শতাংশ, ২০১৭ সালে ৭১ দশমিত ৩০ শতাংশ, ২০১৬ সালে ৭৫ দশমিক ৪০ শতাংশ। যথাক্রমে ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১১৮ জন, ২০১৭ সালে ৫ হাজার ২৯৪ জন এবং ২০১৬ সালে ৬ হাজার ৭৩ জন ও ২০১৫ সালে ৫ হাজার ২৫০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন। এরমধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৪৮ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী। ছাত্র
সংখ্যা ৮০ হাজার ৮২২ জন ও ছাত্রী সংখ্যা ৬৭ হাজার ৮৫০ জন। ছাত্র পাশের হার ৭২ দশমিক ৩২ ও ছাত্রী পাশের হার ২১ দশমিক ২১ শতাংশ। ৩ হাজার ৫৪১ জন ছাত্র ও ৩ হাজার ১৮৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ জন। এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ২৬ হাজার ৮২৮ জন। ৭টি কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাশ করেনি। ৩৪ টি কলেজ থেকে ১০০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
এস/আর