ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বোর্ডে জেএসসির প্রথম পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২ লাখ ৬৩ হাজার

khobor
নভেম্বর ২, ২০১৯ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) ও জেডিসির প্রথম পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। ২ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে মিছিল, সমাবেশ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেয় আরএমপি। আগামী ১৬ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা

বলবৎ থাকবে। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) পরীক্ষায় অংশ নিবে ২ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী। গত বছর ২০১৮ সালে এর সংখ্যা ছিল ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার রাজশাহী শিক্ষাবোর্ডে জেএসসিতে ২৯ হাজার ৮৭০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। গত বছর (২০১৮) ছিল ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়

এ তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে ২ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৩৯৭ জন ছাত্র ও ১ লাখ ৩৬ হাজার ৪২ জন ছাত্রী শিক্ষার্থী। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।