নিজস্ব প্রতিবেদক :
২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধিনস্থ ৭টি কলেজ থেকে কোন পরীক্ষার্থী পাশ করেনি। এ সব কলেজে একাধিক পরীক্ষাথীও ছিল। এইচএসসির ফলাফল ঘোষণা উপলক্ষে রাজশাহী বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক। কলেজগুলো হলো, নওগাঁর মান্দার চকুলি স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কেউ পাশ করেনি। চক মান্দা আদর্শ কলেজ। এখান থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি। জয়পুরহাট
নাইট কলেজ। এই কলেজ থেকে ৩ জন অংশ নিয়ে কেউ পাশ করেনি। দেবিপুর কলেজ। এই কলেজ থেকে ২ জন অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি। বগুড়ার সারিয়াকান্দি কলেজ থেকে ২ জন অংশ নিয়ে দুইজনই ফেল করে। চৌগাছা মহিলা কলেজ ও হিছমি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, কলেজগুলো একেবারে নতুন। প্রতিষ্ঠা হওয়া বেশিদিন হয়নি। তারপরও কেন কোন পরীক্ষার্থী পাশ করেনি তা খোঁজ নিয়ে দেখা হবে।
আর/এস