নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ৬ কলেজ থেকে পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
যেসব কলেজ থেকে অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি নিম্নে সেই কলেজগুলো নাম দেওয়া হলো: জয়পুরহাট নাইট কলেজ, জয়পুরহাট, নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দারুসা আইডিয়াল কলেজ, জয়পুরহাটের পাঁচবিবি থানার সালাইপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, নওগাঁর মান্দা থানার পুর্ব মান্দা আইডিয়াল কলেজ ও চাঁনগাছা মহিলা কলেজ।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনারুল হক প্রামানিক বলেন, খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।