নিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছটায় বিশ্ববিদ্যালয় সকল গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮ টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর পরপরই বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা সারিবদ্ধ ভাবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে এই শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রাণ দিয়েছেন সেই একই চেতনায় জুলাই আগস্টের যে বিপ্লব সেটি সংঘটিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনভর দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন রাখা হয়েছে।
দিনের শেষে জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে আলোক চিত্র প্রদর্শনীয় রাখা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয় দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সরকারি বেসরকারি কর্মকর্তারা কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এদিকে বিএনপি ও তার অঙ্গ সংগঠন আয়োজন করেছে নানা আনুষ্ঠানিকতার।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।