নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেছেন, আসন্ন রাসিক নির্বাচনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচিত হলে রাজশাহীতে অনগ্রসর বস্তিবাসী ও বিদেশে চাকুরী পেতে আগ্রহীদের জন্য রপ্তানীমুখী বিশেষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর শেখের চক পাচানী মাঠে ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন পত্নী রেনী আরো বলেন, ২০০৮-২০১৩ সাল পর্যন্ত লিটন মেয়র ছিলেন। তখন রাজশাহীর উন্নয়নে অনেক প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন। নগরবাসী যদি ২০১৩ সালে পুণরায় লিটনকে মেয়র নির্বাচিত করতেন তহালে এতোদিনে ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, যোগাযোগ ব্যবস্থার চেহারাই পাল্টে যেত। এবার লিটন সুযোগ পেলে আগামী ৫ বছরে নগরীতে শিল্পকারখানা, গার্মেন্টস্ গড়ে তুলতে চাই। যেখানে এক লাখ ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তাই নিজ শহরের উন্নয়নের স্বার্থে নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান লিটন পত্নী রেনী। এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল,নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসি,সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এর আগে নগরীর মিজানের মোড় ও বিকেলে মহিষবাথান পশ্চিম পাড়া এলাকায় নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন শাহীন আকতার রেনী।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।