নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ৬৬০ জন ভোটার পছন্দের প্রার্থীদের ভোট দেন। চলতি মাসের ২৪ তারিখ আরেক সভাপতি পদ প্রার্থী আশরাফ আলী মৃত্যুবরণ করায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হন আলমগীর হোসেন আলো ও আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইলিয়াস বিশ্বাস। এই পদে দুইজন প্রতিদ্ব›িদ্বতা করেন। ইউনিয়নের মোট ১৪টি পদের বিপরীতে শেষ পর্যন্ত মোট ২৩ জন প্রতিদ্ব›িদ্বতা করলেও নির্বাচনে পূর্বেই বিনা প্রতিদ্ব›িদ্বতায় দপ্তর
সম্পাদক আব্দুল মজিদ, সহ-প্রচার সম্পাদক কাবিল আলী, ক্রীড়া সম্পাদক মাসুম আলী, কার্য নির্বাহী সদস্য-১ মেরাজ ও কার্য নির্বাহী সদস্য-২ মেহেদী হাসান মাসুম নির্বাচিত হন। গতকাল ৯টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে সনজু শেখ, যুগ্ম সম্পাদক পদে রাজন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক পদে আবু হানিফ, সাংগঠনিক পদে আসাদ আলী, অর্থ সম্পাদক পদে রেজাউল করিম, সমাজ কল্যাণ পদে ফয়সপাল ও প্রচার সম্পাদক পদে আবু সাঈদ নির্বাচিত হন। উল্লেখ্য, নগরীর মালোপাড়াস্থ কাবিল ম্যানসনের তৃতীয় ও চতুর্থ তলায় ভোটগ্রহণ করা হয়।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।