নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বিভাগের ৮টি জেলায় ৯ হাজার ছাড়িয়েছে করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্তকৃত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে রাজশাহী বিভাগে ২৬১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৭ জন। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। ৯ হাজার ৯৭ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৩ হাজার ৮৭৮ জন, রাজশাহী জেলায় ১৮৬১ জন, চাঁপাইনবাবগঞ্জ ২২৭ জন, নওগাঁ ৬৯৬ জন, নাটোর ৩০৫ জন, জয়পুরহাট ৫৯৭ জন, সিরাজগঞ্জ ৯১৯ জন ও পাবনা জেলায় ৬১৪ জন।
বিভাগে মারা যাওয়া ১১৮ জনের মধ্যে বগুড়া জেলায় ৭৩ জন, রাজশাহী জেলায় ১৫ জন, সিরাজগঞ্জ জেলায় ৯ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১১ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন।
সুস্থ হওয়া ৩ হাজার ৫৪৭ জনের মধ্যে রাজশাহী ৩৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৩ জন, নওগাঁ ৫১৩ জন, নাটোর ১০১ জন, জয়পুরহাট ১৮২ জন, বগুড়া জেলায় ১ হাজার ৯০৩ জন, সিরাজগঞ্জ ১৪৩ জন ও পাবনা জেলায় ২৪৩ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রায় শনাক্ত হওয়া অর্ধেক রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে
চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। বিভাগের ৮টি জেলার মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা সবচাইতে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২২৭ জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৩২১ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩৩৮ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৯ হাজার ৫৮১ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এমকে